কক্সবাজারের টেকনাফে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক সদস্য দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার (১২ ডিসেম্বর) মামলা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, সোমবার ভোরে উপজেলার মুন্ডারডেইল এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাখাখাওয়াত হোসেন।
গ্রেপ্তাররা হল টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে মো. সাকের মিয়া, তার ভাই মনু মিয়া (৪০) ও রফিকুল ইসলাম (২৯)। হামলার ঘটনায় সাকেরকে প্রধান করে তার দুই ভাইসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানান মো. আব্দুল হালিম।