• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বন বিভাগের অফিসে হামলা, ভাঙচুরের ঘটনায় মামলা


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৬:২২ পিএম
বন বিভাগের অফিসে হামলা, ভাঙচুরের ঘটনায় মামলা
জব্দ করা নৌকা ও অন্যান্য সরঞ্জাম। ছবি : সংবাদ প্রকাশ

বন বিভাগের অফিসে হামলা, ভাঙচুর করে আটক জেলেদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে চাদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. মহসিন বাদী হয়ে মোংলা থানায় ২০ জনের বিরুদ্ধে এই মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ‘পূর্ব সুন্দরবনের বিভিন্ন খাল থেকে একটি মহল অবৈধভাবে কাকড়া আহরণ করছে’ এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে পশুর নদীতে অভিযান চালায় বন বিভাগ। এ সময় ৭১ ক্যারেট কাকড়া বোঝাই একটি ট্রলার, ৫টি নৌকাসহ ২৫ জেলেকে আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই গ্রুপের অন্য সদস্যরা বন বিভাগের অফিসে হামলা ও ভাঙচুর করে ১৯ জেলেকে ছিনিয়ে নেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, বন বিভাগের অফিসে হামলা, ভাঙচুর ও আটক জেলেদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোংলা থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!