• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ, আটক ১


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৬:৪০ পিএম
সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় অবৈধ ওষুধ এবং অজ্ঞাত প্রাণীর চামড়াসহ খলিসা ত্রিপুরা (৩২) নামের একজনকে আটক করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বজেন্দ্র কারবারী পাড়া থেকে তাকে আটক করা হয়।

খলিসা ত্রিপুরা বজেন্দ্র কারবারি পাড়ার বিশু মোহন ত্রিপুরার ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা সেনা জোন। অভিযানকালে ৩ লাখ ৭৬ হাজার পিস অবৈধ ভারতীয় ওষুধ এবং এক বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়া জব্দ করা হয়। এ সময় খলিসা ত্রিপুরা নামের একজনকে আটক করা হয়।

এ বিষয়ে জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, “অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবেনা। জব্দকৃতপণ্য কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত অবৈধ ভারতীয় ওষুধ ও অজ্ঞাত প্রাণীর চামড়ার বর্তমান বাজারমূল্য ৩৮ লাখ টাকার বেশী।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!