• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বিয়েবাড়িতে ভাঙচুরের অভিযোগে আটক ৩


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ১১:৩০ এএম
বিয়েবাড়িতে ভাঙচুরের অভিযোগে আটক ৩

পাবনার চাটমোহর উপজেলায় বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

রোববার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবোর্নি গ্রামের আগস্টিন ক্রুসের ছেলে মুকুল ক্রুস (২৫), একই উপজেলার বোর্নি গ্রামের মৃত জোসেফ গোমেজের ছেলে অমিত গোমেজ (২৮) ও চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ছাদেক আলীর ছেলে সুমন আকন্দ (২২)।

ভুক্তভোগী বিয়ের কনে গোয়ালবাড়িয়া গ্রামের সুনীল কস্তার মেয়ে দীপা ইউজিনা কস্তা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, রোববার বিকেলে তার বাবার বাড়িতে বউভাতের অনুষ্ঠানে বরযাত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার পর্ব চলছিল। এ সময় পূর্ববিরোধের জেরে উল্লেখিত তিনজনসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন পাঁচটি মোটরসাইকেলযোগে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। তারা অতিথিদের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দেন ও চেয়ার টেবিল ভাঙচুর করেন।

বিয়েবাড়ির লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করেন। একপর্যায়ে কনে দীপা ইউজিনা কস্তা তাদের নিষেধ করতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করেন অভিযুক্তরা। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা হামলাকারীদের মধ্যে তিনজনকে আটক করে। অন্যরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক ও ৫টি মোটরসাইকেল জব্দ করে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তারা নিজেরাই আত্মীয়স্বজন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। সোমবার সকালে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Link copied!