• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টেকনাফে অস্ত্র ও মাদকসহ আটক ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৩:৫৪ পিএম
টেকনাফে অস্ত্র ও মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্র ও মাদকসহ দিল মোহাম্মদ (৫৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা হ্নীলা রঙ্গীখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

দিল মোহাম্মদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।

মহিউদ্দীন আহমেদ বলেন, “মিয়ানমার থেকে মাদকের চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা আনোয়ার হোসেনের চিংড়ি ঘের এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে কাঠের নৌকায় ৪/৫জন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে নৌকা থামানোর সংকেত দেওয়া হয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করে একজনকে বস্তাসহ আটক করা হয়। বস্তায় তল্লাশি চালিয়ে ১ কেজি ৬৫ গ্রাম আইস, ১টি দেশীয় তৈরি অস্ত্র (এলজি), ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।”

বিজিবির অধিনায়ক আরও বলেন, “আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক ও অস্ত্রসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” 

Link copied!