• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

ডাকাতি ও জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৬:০৭ পিএম
ডাকাতি ও জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে ডাকাতি ও জোড়া হত্যা মামলার পলাতক আসামি শুভ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে শুভকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের ধরঞ্জি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুভ ওই এলাকার আনিছ আলী ওরফে নওসা ডাকাতের ছেলে।

পুলিশ জানায়, ২০২১ সালের ৪ নভেম্বর ধরঞ্জি এলাকার হাফিজুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীকে খুন করে ডাকাতির পরিকল্পনা করে হাফিজুর রহমানের প্রথম স্ত্রীর ছেলে আব্দুল মতিন মিঠু (৫০)। ডাকাতির সময় হাফিজুরের বাড়ি থেকে নগদ চার লাখ টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও দুইটি জমির দলিল নিয়ে যান আব্দুল মতিন মিঠু ও তার সহযোগীরা। শুভ এই কাজে সরাসরি অংশ নিয়েছিলেন। এ ঘটনায় পুলিশ আটজন আসামিকে সনাক্ত করে পাঁচজনকে আগেই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, শুভকে   আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Link copied!