• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

তিন হাজার মানুষের জন্য মাংস-খিচুড়ির আয়োজন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৭:২১ পিএম
তিন হাজার মানুষের জন্য মাংস-খিচুড়ির আয়োজন

সাতক্ষীরার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় তিন হাজার মানুষের মাংস-খিচুড়ির আয়োজন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে আর্জেন্টিনার ভক্তরা এ ভুরি ভোজ আয়োজনের সিদ্ধান্ত নেন।

সরেজমিনে দেখা গেছে, রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলা দেখার জন্য গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেওয়া হয়েছে বড় পর্দা। পাশেই চলছে রান্নার আয়োজন।

আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে বিশাল এ আয়োজন করছেন গাবুরা দ্বীপ ইউনিয়নের সমাজসেবক জিএম শফিউল আযম লেলিন।

লেলিন বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সব শ্রেণিপেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ফাইনাল খেলা উপলক্ষে এ আয়োজন। তিন হাজার মানুষের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। খেলা শেষে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো।”

ভুড়ি ভোজের এই আয়োজক আরও বলেন, “এ আয়োজনে খরচ হয়েছে প্রায় ৩৭ হাজার টাকা। তবে টাকা কোনো বিষয় নয়, সবাই মিলে আনন্দ করব এটাই অনেক। আমরা আশাবাদী আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।”

 

Link copied!