• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ২১৮


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০২:৩৮ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ২১৮
ফাইল ফটো

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৩ জন।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আশরাফ আলী (৬৫)। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী এলাকার রমজান আলীর ছেলে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২১৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০৭ জন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১০ জন। এর মধ্যে ২১ হাজার ৩৮০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!