• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভাইকে বেঁধে আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৩:১০ পিএম
ভাইকে বেঁধে আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলায় ছোট ভাইকে বেঁধে ১১বছরের এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ ভুক্তভোগীকে শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলমা ইউপির সালবাড়ি সল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ওইদিন রাতে তানোর থানায় ধর্ষণের মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি (৩২) এবং আবুল কালামের ছেলে আলী (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ওই শিশু ও তার ছোট ভাই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় জনি ও আলী ওই শিশুর ভাইকে গাছের সঙ্গে বেঁধে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ধর্ষণের শিকার আদিবাসী ছাত্রীকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ধর্ষণের শিকার আদিবাসী ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায়শনিবার রাতেই মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!