• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

শিক্ষককে মারধর করা সেই আ.লীগ নেতাকে অব্যাহতি


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১০:২০ এএম
শিক্ষককে মারধর করা সেই আ.লীগ নেতাকে অব্যাহতি

কুড়িগ্রামের রৌমারীতে এক শিক্ষককে মারধর করায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ পদসহ দল থেকে মো. রোকনুজ্জামান রোকনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাতে রৌমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা। লিখিত বক্তব্যে তিনি বলেন, “রৌমারী উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে আমার অফিস কক্ষে কথা বলা ও বাকবিতণ্ডার সময় হঠাৎ তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন। এটা মোটেও ঠিক করেননি তিনি। বড় মাপের অন্যায় করেছেন। বিষয়টি তাৎক্ষণিক কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগকে জানানোর পর সাধারণ সম্পাদকের নির্দেশে রোকনকে শিক্ষককে মারধর করা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ পদসহ সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।”

[45367[

এদিকে এ ঘটনায় শনিবার সন্ধায় রোকনুজ্জামান রোকন, সহযোগী আসাদুজ্জামান ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক মো. নুরুন্নবী।

সম্প্রতি শিক্ষককে মারধর করার সিসিটিভির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এতে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি জেলার অনেক নেতা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়া দলের অনেক নেতাকর্মী বিব্রতকর অবস্থায় পড়েন। 

Link copied!