• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মই খেলা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১০:০৯ এএম
সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মই খেলা

চিরাচরিত গ্রাম বাংলার ঐতিহ্যকে ফেরাতে কুড়িগ্রামে ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মই খেলা।

সোমবার (১৬ জানুয়ারি) ও মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া এ খেলা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

স্থানীয়রা জানান, আগে প্রতিবছর বাংলা পৌষ মাসের শেষের দিকে কিংবা মাঘ মাসের শুরুতে যখন ফসলি জমির মাটি শুকনো থাকতো তখন এই মই খেলা নিয়মিত অনুষ্ঠিত হতো। খেলার নিয়ম অনুযায়ী, বড় একটি মইয়ে ৪টি গরু বাঁধা থাকে। প্রথম দুটি দল মাঠের এক প্রান্ত থেকে দৌড় শুরু করে মাঠের অপর প্রান্তে সবার আগে পৌঁছতে পারলেই তিনি জয়ী হবেন। দুদিন ব্যাপী এ খেলায় প্রথম দিন ও দ্বিতীয় দিন জামালপুর জেলা থেকে আসা ৪টি দল অংশগ্রহণ করেন। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ১টি গরু, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় ১টি করে খাসি এবং প্রত্যেক অংশগ্রহণকারী পেয়েছেন নির্ধারিত প্রাইজমানি।

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর এ খেলা উপভোগ করতে পেরে খুশি স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ী জহুর আলী বলেন, “গ্রাম বাংলার এ ঐতিহ্য একেবারে হারিয়ে গিয়েছিলো। পুনরায় ৩৫ বছর পর আমাদের ইউনিয়নে খেলাটি চালু হওয়ায় আমরা বেশ আনন্দিত।”

আরেক দর্শনার্থী মারুফ হাসান বলেন, “আগে আমাদের জেলার নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে এসব খেলা হতো। দিন দিন আধুনিক সভ্যতায় গ্রাম বাংলার এ ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে। সেদিক থেকে নতুন প্রজন্মের সামনে এসব ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন প্রয়োজন।”

এ বিষয়ে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক বলেন, “দীর্ঘ ৩৫ বছর ধরে আমাদের এ ঐতিহ্যবাহী খেলাটি বন্ধ ছিলো। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এ ঐতিহ্যবাহী খেলাটিকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করলাম।”

Link copied!