• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৩:৩৯ পিএম
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

হাসান আলী পোরশা উপজেলার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করেন হাসান আলী। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই হাসান আলী পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!