• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০১:৫৩ পিএম
সাতক্ষীরা-২ আসনে আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল
ঋণখেলাপির অভিযোগে মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-২ আসনে ঋণখেলাপির অভিযোগে মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবীরের নেতৃত্বে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে ঋণখেলাপি হওয়ায় যাচাই-বাছাই শেষে মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।  
 

Link copied!