দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারিচালিত ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সৃষ্টি রায় নামের ১২ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ধূলাউধাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সৃষ্টি রায় খানসামার উত্তর দুবলিয়া এলাকার বাসিন্দা বাসুদেব রায়ের মেয়ে। সে ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সৃষ্টি রায় জেলার পার্বতীপুরের আনন্দ বাজার এলাকায় তার চাচা-চাচীর সঙ্গে একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে ধূলা উদাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়ছে। পরিবারের স্বজনদের অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।








































