• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

প্রেমিকের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৭:৪৯ পিএম
প্রেমিকের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে প্রেমিকের সঙ্গে অভিমান করে আসমা খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খানপুর ইউনিয়নের ভাটরা মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আসমা খাতুন ওই এলাকার আবু বক্করের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আসমার মা তার নানার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে আসমার বাবাও জমিতে কাজে যান। বাড়িতে কেউ না থাকায় আসমা তার প্রতিবেশী প্রেমিক আবির হোসেনের সঙ্গে কথা বলার একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। দুপুরে নামাজ পড়ার জন্য আসমার বাবা বাড়িতে এসে তাকে ডাকাডাকি করেন। আসমার কোনো সাড়া না পেয়ে তার ঘরে গেলে আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আসমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর থানার এসআই আব্দুস সালাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ছাড়া আবিরের বাড়িতে কাউকে  না পাওয়ায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Link copied!