• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

রোহিঙ্গাদের হাত থেকে ছাড়া পেল ৮ কিশোর


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৩:৫৮ পিএম
রোহিঙ্গাদের হাত থেকে ছাড়া পেল ৮ কিশোর

কক্সবাজারের টেকনাফে মাছ শিকারে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের অপহরণের শিকার হন আটজন কিশোর। রোববার (১৮ ডিসেম্বর) উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া পাহাড়ের ভেতর পানির ছড়া এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে পাহাড়ে পুলিশের দফায় দফায় অভিযানে মুখে তাদের ছেড়ে দিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে রোহিঙ্গারা তাদের আহত অবস্থায় পাহাড়ে ছেড়ে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

অপহৃতরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অপহরণের পর থেকে পুলিশ পাহাড়ে দফায় দফায় অভিযান চালায়। গতকাল রাতেও অভিযান অব্যাহত ছিল। গভীর রাতে খবর আসে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের পাহাড়ে ছেড়ে দেয়। পরে পুলিশ টিম গিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া আট জনের মধ্যে দুজনকে নির্যাতন করে গুরুতরভাবে আহত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এই ঘটনায় কে কারা জড়িত আছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।
 

Link copied!