নতুন সাজে সেজেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী রংধনু মডেল স্কুল। বাসন্তী রঙে সেজেছে শিক্ষার্থীরা। সঙ্গে তাদের শিক্ষকরাও।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্কুলটিতে নানা আয়োজনে বসন্তবরণ উৎসব পালন করা হয়েছে।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ আজম, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান।
এসময় রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর বিভিন্ন প্রদর্শন ও গানের তালে তালে নাচ করেন স্কুলের শিক্ষার্থীরা। দিনভর চলে বসন্তবরণ উৎসব। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ উৎসব দেখতে প্রচুর মানুষের ভিড় হয়।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































