ঋতুর রাজা বসন্ত বরণে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুই দিনব্যাপী পিঠাপুলির উৎসবের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা। ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ এই মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলার বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে আজাদ বলেন, “এক সময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো। বাঙালির সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছে। এতে করে শৈশবের স্মৃতি আজ মানুষ পটে জেগে উঠেছে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, “আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুরকে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলব। আমাদের দেশের সকল ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































