• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭ জনকে কারাদণ্ড


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৯:২৩ পিএম
অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭ জনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউড়া এলাকা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ আলম, আজগর আলী, শুক্কুর আলী, খায়রুল কবির, নজরুল ইসলাম, ইয়াছিন মিয়া, আল আমিন। তারা ড্রেজারের চালক-শ্রমিক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, বিনা অনুমতিতে মাসাউড়া এলাকায় তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সাতজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন বিজয়নগর উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে।

Link copied!