• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ১০:৪২ এএম
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ  উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এসআই সোহেল রানা জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে খেজুর গাছ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন আরেকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই রানা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!