• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০১:২৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৮ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডারের কার্যালয় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার রামচন্দ্রপুর কুথানীপাড়া গ্রামে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রামচন্দ্রপুর কুথানীপাড়া গ্রামে সিমেন্টের একটি ব্যাগে বেশ কয়েকটি ককটেল পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। পরে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে। এর আগে রাজশাহী থেকে র‌্যাবের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়।

র‌্যাব আরও জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশে ককটেলগুলো মজুদ করা হয়।

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!