• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বিজিপির আরও ৫ সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০২:১৬ পিএম
বিজিপির আরও ৫ সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে
বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন বিজিপি সদস্য। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও পাঁচ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) রাতে রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খরংখালী ও ঝিমংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-২-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে এ নিয়ে একইদিনে মোট ১৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ আরও জানান, বিজিবি তাদের অস্ত্র জব্দ করেছে। তাদের মধ্যে দুজন আহত অবস্থায় ছিলেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১১ মার্চ বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে বিজিপির ১৭৯ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন। তারা বর্তমানে নাইক্ষংছড়ি বিজিবি হেফাজতে রয়েছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!