• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

টেকনাফে ৫ কেজি আইস জব্দ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৩:৪৫ পিএম
টেকনাফে ৫ কেজি আইস জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও একটি কাঠের নৌকা  জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দীন আহমেদ জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপাড়া বিওপির কেওড়া বাগানে অভিযান চালানো হয়। এ সময় নাফ নদী দিয়ে নৌকা নিয়ে দুই ব্যক্তিকে সীমান্তের ভেতরে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের নৌকা থামাতে বলেন। বিজিবির সদস্যদের দেখে নৌকায় থাকা দুই ব্যক্তি পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশী করে সেখান থেকে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

Link copied!