খুলনার রূপসা থানাধীন বাগমারায় চিংড়িতে জেলি দেওয়ায় ছয়জন ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের ১৫দিনের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মডার্ন সি ফুড কোম্পানি থেকে ৩০০ কেজি জেলি ঢুকানোয় চিংড়ি উদ্ধার করা হয়। এ সময় আটক ৬ জন ব্যবসায়ীকে ১৫দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। জেলি দেওয়া চিংড়ি রূপসা নদীতে ফেলে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রূপসার সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।


-20251226075252.jpeg)







-20251225102258.jpg)


























