• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

পরিবারের কাছে ফিরতে চায় সাব্বির


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৩:৩৩ পিএম
পরিবারের কাছে ফিরতে চায় সাব্বির

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাব্বির (১১) নামে একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাকে থানায় রেখে যায় এলাকাবাসী। শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান।

সদরপুর থানা-পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোক শিশুটিকে বিষণ্ণভাবে ঘোরাঘুরি করতে দেখেন। পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারে না দেখে এলাকার লোকজন তাকে থানায় রেখে যায়। তবে তাকে কোথা থেকে পেয়ে এলাকার লোকজন পুলিশের কাছে এনেছেন, তা বলতে পারছে না পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, “শিশুটি বাড়ির পথ হারিয়ে ফেলেছে। এখন তার বাড়ি কোথায়, তা বলতে পারছে না। প্রশ্ন করলে চুপ করে থাকছে। তাকে আমরা আমাদের হেফাজতে রেখে দিয়েছি। তার অভিভাবকের খোঁজ পেলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।”
 

Link copied!