বিজয়ের আনন্দে উড়ল ৩১৬ পায়রা


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০১:২৩ পিএম
বিজয়ের আনন্দে উড়ল ৩১৬ পায়রা

আজ মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বরগুনায় ৩১৬টি পায়রা উড়িয়ে বিজয়ের আনন্দ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরগুনা স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ মাঠে এ কবুতরগুলো অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বরগুনা টাউনহল রেসিং পিজন ক্লাব (বিটিআরপিসি) নামের একটি কবুতরপ্রেমী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে কবুতর অবমুক্তের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় মোট ৩১৬টি পায়রা (কবুতর) উড়িয়ে বিজয়োল্লাস করা হয়েছে। 

বরগুনা টাউনহল রেসিং পিজন ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম স্বপন সংবাদ প্রকাশকে বলেন, “তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আনন্দ উদযাপন করার জন্যই আজ আমাদের এই আয়োজন। আমরা আজ মোট ৩১৬টি পায়রা উড়িয়েছি। সামনে ১ হাজার ১৬টি পায়রা উড়ানোর উদ্যোগ নিচ্ছি।”

বরগুনা টাউনহল রেসিং পিজন ক্লাব (বিটিআরপিসি) বিভিন্ন জাতীয় দিবসসহ সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বেচ্ছায় শান্তির প্রতীক পায়রা (কবুতর) অবমুক্ত করে আসছে। এছাড়াও বাণিজ্যিকভাবে ক্রয়বিক্রয় অনুমোদিত পশু পাখি লালনপালন, রেসিং ও ক্রয়বিক্রয়সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

Link copied!