• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দেবহাটায় কুকুরের কামড়ে আহত ৩০


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৯:২১ পিএম
দেবহাটায় কুকুরের কামড়ে আহত ৩০

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একদিনে কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) পারুলিয়া ও সখিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পারুলিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, অসুস্থ কুকুরটি প্রথমে পারুলিয়া সাগর শাহ দীঘি এলাকা থেকে বেরিয়ে কয়েকজনকে কামড়ে জখম করে সখিপুরের দিকে যায়। সেখানেও বিভিন্ন কয়েকজনকে কামড়ে জখম করে। সন্ধ্যায় কুকুরটি আবারও পারুলিয়া জেলিয়াপাড়া ও শেখপাড়া এলাকায় ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড়ের রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Link copied!