বৃহস্পতিবার টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি।
টাঙ্গাইল
কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০টি যানবাহন দুমড়েমুচড়ে গেছে। একই সঙ্গে অজ্ঞাতপরিচয়ের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা ও ধল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স, মালভর্তি ট্রাক, পিকআপ, প্রাইভেট, যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনাকবলিত হয়। এ সময় মহাসড়কের ঢাকার দিকে কমপক্ষে তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন রেকারের সাহায্যে সরিয়ে নেওয়ার কাজ করছে। মহাসড়কের সার্ভিস লেন দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারেন। এভাবে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। যে কারণে বাসচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে খড়বোঝাই করিমন (শ্যালো ইঞ্জিনচালিত আঞ্চলিক যান) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শাকিল খান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার রামচন্দ্রপুর এলাকার মশিয়ার রহমান খানের ছেলে।
পুলিশ জানায়, ভোরে গাড়িতে খড়বোঝাই করে রামচন্দ্রপুর থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল দুই ভাই। পথে খালকুলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খড়বোঝাই করিমন রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় চালক শাকিল খান গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।