• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ১১:৫৮ এএম
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক ওলিউল্লাহ (২২), হেলপার আজিজুর রহমান নিশাণ (২৪) এবং যাত্রী মোত্তাসিম বিল্লাহ (২৫)।

ওলিউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর এলাকার জেন্টু আলীর ছেলে, আজিজুর একই উপজেলার মরারচর এলাকার সেতাবুর রহমানের ছেলে এবং মোত্তাসিম ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপটি দিনাজপুর থেকে টমেটো নিয়ে চাপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে ভিমপুর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান পিকআপের চালক, হেলপার ও এক যাত্রী। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, “নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।”

Link copied!