• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৩, ০৮:৫২ পিএম
বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় অ্যাম্বুলেন্স চালক গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পঞ্চগড় জেলার দেবিগঞ্জ এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু বেগম (৩০)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, বিকালে বগুড়া থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে রিমি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স চালক। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!