• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ১০:১১ এএম
খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে খেলনা পিস্তল দেখিয়ে মো. আবুল কালাম আজাদ (৪০) নামের এক চিকিৎসকের নগদ টাকা ও মোবাইল ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই চিকিৎসক।

মো. আবুল কালাম আজাদ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

মামলার পর তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, দুই হাজার টাকা ও ছিনতাই করা মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হাউলিকেউটিল এলাকার মো. গনির ছেলে মো. রনি (২৩), কুমড়াকান্দি এলাকার মো. সালামের ছেলে মো. ইমরান (২৭) ও নছর উদ্দিন সরদারপাড়া এলাকার চেনারুদ্দিন ফকিরের ছেলে রুবেল ফকির সোনা (২৮)।

জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় দুজন ওই কক্ষে প্রবেশ করে পিস্তল ও ধারালো ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, “এ ঘটনায় মামলা হলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে মোবাইল ফোন, দুই হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।”

Link copied!