• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

কারাভোগ শেষে দেশে ফিরলেন ২০ বাংলাদেশি


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৯:৪৭ পিএম
কারাভোগ শেষে দেশে ফিরলেন ২০ বাংলাদেশি

ভালো কাজের আসায় দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়ার পর পুলিশের কাছে আটক হওয়া শিশুসহ ২০ বাংলাদেশি তরুণ-তরুণী বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন তারা। ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, মফিজুর রহমান, মোস্তাকিন বিল্লাহ, বায়জিদ শেখ, জয়নাল আবেদীন, মো. সোহেল, পারভেজ মিয়া, আমির হামজা, মো. রতন, বুদ্দি বিশ্বাস, সুমাইয়া খাতুন, দিলদার বেগম, রোজিনা আক্তার, সীমা খাতুন, তাসলিমা, ইয়াসমিন খাতুন, আমিনা বেগম, কায়াস বিবি, শংকরি বাড়ই, সুফিয়া বেগম ও লাকি আক্তার। তারা যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, গাজিপুর, কক্সবাজার, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ২০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইন সমিতি ও রাইটস যশোর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

Link copied!