• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

ট্রাকের ধাক্কা ও ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীসহ নিহত ২


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৫:০৪ পিএম
ট্রাকের ধাক্কা ও ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীসহ নিহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় মো. সাহিদ (৬৫) নামে এক ভ্যানচালক ও সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে শ্রী শান্ত রায় (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) সকালে জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘিরপাড় নামক স্থানে জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কে ও দুপুরে সৈয়দপুর ওয়াপদা মোড় হাইওয়ে রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিদ উপজেলার কালিগঞ্জ ময়মনসিংহ পাড়ার আব্দুল খালেকের ছেলে ও শ্রী শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি গ্রামের শ্রী সাগর রায়ের ছেলে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সাহিদ সকালে তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাদুরদরগা থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে খারিজা গোলনা দিঘিরপাড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাহিদ। এ সময় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছেন।

অপরদিকে রেলওয়ে পুলিশ জানায়, শান্ত রায় রোববার সকালে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে রওনা হয়। ওয়াপদা মোড় লেভেল ক্রসিংয়ের সামনে ট্রেনটি এলে ছেলেটি অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

Link copied!