কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরুজ্জামান পাভেল (৩১) ও হোছেন আলী (৩৪)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাভেলসহ তিন আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর রোডে যাচ্ছিলেন। পথে ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোছেন আলীর মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে।









-20251028132147.jpg)




























