• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

কারাগার থেকে পলাতক ২ কয়েদি গাজীপুরে গ্রেপ্তার


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৩:৩৭ পিএম
কারাগার থেকে পলাতক ২ কয়েদি গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদী জেলা কারাগারে হামলার পর সেখান থেকে পালিয়ে যাওয়া দুই কয়েদিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে গাজীপুরের গাছা থানা এলাকায় গ্রেপ্তারের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, “নরসিংদী জেলা কারাগারের হামলার পর অনেক আসামি কারাগার থেকে পালিয়ে যান। তারপর থেকে আমরা পার্শ্ববর্তী জেলা হিসেবে বিশেষ নজরদারি বৃদ্ধি করি।  

তিনি আরও বলেন,  “মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে জানা যায় গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় দুই পলাতক কয়েদি আত্মগোপন করে আছেন। সেখানে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।”

পুলিশ কমিশনার বলেন, “গ্রেপ্তার কয়েদিরা নরসিংদীর একটি হত্যা মামলায় বিচারাধীন আসামি। ধারণা করা হচ্ছে, তাদের আরও সহযোগী গাজীপুরে আত্মগোপন করে থাকতে পারেন। অন্যদের গ্রেপ্তারের স্বার্থে এই দুই কয়েদির পরিচয় গোপন রাখা হয়েছে।”

Link copied!