• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মুহররম ১৪৪৬

জাতীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াত নেতাসহ ২ জনের প্রাণহানি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১১:৪৭ এএম
জাতীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াত নেতাসহ ২ জনের প্রাণহানি

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। এ ছাড়া আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমানত শেখ (৫৫) নামক এক জামায়াতের কর্মী মারা যান।

শনিবার (১৯ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসের শুরুতে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, শনিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে খুলনা থেকে আসা বেশ কয়েকটি বাস পার্কিং করে জামায়াতের নেতাকর্মীরা পাশের মডেল মসজিদে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ থেমে থাকা একটি বাসের সামনে দাঁড়ানো ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি বাস পেছন দিক থেকে এসে বহরের একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন তিন জন। আহতদের মধ্যে আমানত শেখ (৫৫) নামক এক জামায়াত কর্মী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

Link copied!