সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে একটি প্রাইভেট কার সাতক্ষীরার দিকে আসছিল। পথে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নারীসহ প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই প্রাইভেট কারের চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এসআই মনির।