• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৯:৩৬ এএম
ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে একটি প্রাইভেট কার সাতক্ষীরার দিকে আসছিল। পথে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নারীসহ প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই প্রাইভেট কারের চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এসআই মনির।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!