পাবনা সদরের টেবুনিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানায় নিহত দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া সীড গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুজানগর উপজেলার জুনারামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) ও চাটমোহর উপজেলার মহেলা এলাকার মঞ্জু মাষ্টারের ছেলে রুবায়েত হাসান নোমান (২২)।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, “সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন যাত্রী পাবনার ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। এ সময় রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে পাবনা শহরের দিকে যাওয়ার পথে টেবুনিয়া সীড গোডাউন এলাকায় পৌছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাত ও নোমানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।”