ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৮:৪১ পিএম
ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁও পৌরশহরের এনামুল পাম্পের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন মারা গেছেন। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পৌরশহরের নিশ্চিন্তপুর শাহাপাড়া গ্রামের সিরাজের ছেলে আসাদ (৩০) ও একই গ্রামের রাশেদুল ইসলাম (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে ঘাতক ট্রাকটিকে আটক করে।

 

Link copied!