• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

সাড়ে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ১১:৩৬ এএম
সাড়ে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট র‍্যাব-৫-এর অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান।

গ্রেপ্তাররা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে নুর নবী লুৎফর রহমান (৩৭) ও কুদ্দুস আলীর ছেলে সাদেকুল ইসলাম বুদু (২৬)।

র‍্যাব জানায়, গ্রেপ্তাররা কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা পেয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে জয়পুরহাট থেকে পাঁচবিবি এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার পথে কাশিয়াবাড়ি এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Link copied!