• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

বিএনপির নেতা-কর্মীসহ আটক ১৭২


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৫:১৮ পিএম
বিএনপির নেতা-কর্মীসহ আটক ১৭২

জামালপুরে বিশেষ অভিযানে ১৭২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থান থেকে নাশকতার চেষ্টা ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়।

পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, নাশকতা, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে ১৭২ জনকে আটক করা হয়। আজ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে নাশকতার অভিযোগে ১২ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানিমূলক মিথ্যা বানোয়াট মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

Link copied!