• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৫:৫৬ পিএম
তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তুমব্রু পশ্চিম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “অবৈধভাবে স্বর্ণের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

Link copied!