সন্ত্রাসীদের গুলিতে খল কুমার নিহত


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৩:২০ পিএম
সন্ত্রাসীদের গুলিতে খল কুমার নিহত

খাগড়াছড়ির পানছড়িতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (৩০) নামের ইউপিডিএফ-এর (প্রসিত গ্রুপ) এক সাবেক কর্মী নিহত হয়েছেন। 

রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে পানছড়ি-মাটিরাঙ্গা সড়কের মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত খল কুমার পানছড়ি উপজেলার পদ্মিনিপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে। 

পুলিশ জানিয়েছে, মরাটিলা এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন খল কুমার। এ সময় একদল অস্ত্রধারী তাকে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান খল কুমার। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পানছড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। 

এলাকাবাসী জানিয়েছে, নিহত খল কুমার ত্রিপুরা আগে পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’ প্রসিত গ্রুপের সাথে থাকলেও বছর খানেক ধরে তিনি নিষ্ক্রিয় ছিলেন। অবশ্য এ ব্যাপারে ইউপিডিএফ এর বক্তব্য পাওয়া যায়নি। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!