পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৯:৪৯ পিএম
পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

ফরিদপুরের পদ্মা নদীতে গোসল করতে নেমে ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার পদ্মায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, তামিম (২১) ও আব্দুল্লাহ আল মামুন ওরফে মারুফ (২১)। তারা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।

তামিমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও আব্দুল্লাহ আল মামুন গাজীপুরের টঙ্গী উপজেলার মো. শামিম শেখের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পদ্মা নদী থেকে দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে।”

Link copied!