• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি‌লো‌মিটা‌র যানজট


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ০৯:৩৩ এএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি‌লো‌মিটা‌র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের ১০ কি‌লো‌মিটার এলাকায় যানজটের সৃষ্টি হ‌য়ে‌ছে। ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার আনা‌লিয়াবা‌ড়ি হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১০ কি‌লো‌মিটার সড়‌কে এই যানজট র‌য়ে‌ছে।

শুক্রবার (২১ এ‌প্রিল) ভোররাত থে‌কে একমু‌খী মহাসড়‌কে এই যানজ‌টের সৃ‌ষ্টি হয়। মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছেন।

এদিকে বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর ভায়াডাক্ট অং‌শে পরপর ক‌য়েকটি প‌রিবহন বিকল হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। পরে সেগু‌লো অপসরণ ক‌রে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া রা‌তে বঙ্গবন্ধু সেতুপ‌শ্চিম টোল প্লাজা দুইবার কিছু সম‌য়ের জন‌্য বন্ধ ছিল ব‌লে জানা যায়।

মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জা‌হিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দি‌কে পর পর ক‌য়েকটা গা‌ড়ি নষ্ট হওয়ায় গা‌ড়ির চাপ প‌ড়ে‌ছে মহাসড়‌কে। এতে সেতুপূর্ব গোল চত্বর থে‌কে মহাসড়‌কের আনা‌লিয়াবা‌ড়ি পর্যন্ত গা‌ড়ির ধীরগ‌তি র‌য়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হ‌য়ে যা‌বে।
 

Link copied!