• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০১:৫৫ পিএম
ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে সাধারণ মানুষের কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকার বাশিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান ও তার কতিপয় সহযোগী মিলে ২০১৯ সালে বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খোলেন। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় মানুষের কাছ থেকে কোটি টাকা তুলে নিয়ে উধাও হয়ে যান তারা।

পরে বেশ কয়েকজন ভুক্তভোগী সাতক্ষীরা র‌্যাব-৬ বরাবর অভিযোগ করেন। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল প্রতারক চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা র‌্যাব-৬-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেজর জে এম গালিব হোসাইন খান। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

Link copied!