• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৯:২২ পিএম
৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। ইয়াবার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা। 

বুধবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ব্রিজ এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক কামাল উদ্দিন (৩০) উখিয়ার মরিচ্যা পাগলিরবিল এলাকার ছৈয়দ আহমেদের ছেলে।

মেহেদী হোসাইন বলেন, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এক পর্যায়ে মিয়ানমার থেকে আসা লোকজনকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা একজনকে আটক করে। পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি বস্তা খুলে পাওয়া যায় দুই লাখ ইয়াবা। যার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা। 

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Link copied!