নাটোরে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ত্রিমোহনী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া, দুটি চাকু, একটি চায়না কুড়াল, দুটি ক্ষুর, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
আটকরা হলেন উপজেলার লেংগুরিয়া গ্রামের লালন প্রামাণিকের ছেলে রানা প্রামাণিক, সিংগারদহ পূর্বপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে মামুন হোসাইন, বনবেলঘরিয়া কারিগর পাড়ার আজগর আলীর ছেলে খোকন হোসেন এবং সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার মৃত নিপেন চন্দ্র সরকারের ছেলে বিষ্ণু সরকার।
র্যাব-৫ জানায়, দীর্ঘদিন ধরেই নির্জন রাস্তার পাশে রাতে অবস্থান নিয়ে ছিনতাই করে আসছিলেন তারা। আটকদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করা হয়েছে।