• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

২ মাথাবিশিষ্ট বাছুরের জন্ম


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৯:৩৬ পিএম
২ মাথাবিশিষ্ট বাছুরের জন্ম

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ইন্দিরা গ্রামে একটি গাভী দুই মাথাযুক্ত বাছুর জন্ম দিয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে একটি খামারের দুই মাথাবিশিষ্ট ওই বাছুরের জন্ম হয়। বাছুরটি জন্মের কিছুক্ষণ পরই মারা যায়। এদিক বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।  

আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্দিরা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন ধরে খামারে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালনপালন করে আসছি। সকালে গরুটির একটি বাছুর হয়েছে তবে সেটি অস্বাভাবিক। বাছুরটি দুই মাথাবিশিষ্ট। জন্মের ২০ মিনিট পর বাছুরটি মারা যায়। বাছুরটি দেখার জন্য বাড়ি ভিড় লেগে গিয়েছিল। 

ইন্দিরা গ্রামের গ্রামপুলিশ আবুল হাসান বলেন, সকালে দুই মাথাবিশিষ্ট একটি বাছুর জন্মেছিল তবে সেটি কিছু সময় পর মারা গেছে। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এটি প্রকৃতির বিরূপ আচরণ বলে মনে হয়।

আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমান জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।

সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লবজিৎ কর্মকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Link copied!