• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

হাওরে নৌকা ডুবে ২ কিশোরীর মৃত্যু, উদ্ধার ৪


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৮:২৩ পিএম
হাওরে নৌকা ডুবে ২ কিশোরীর মৃত্যু, উদ্ধার ৪

সুনামগঞ্জের হাওরে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ আগস্ট) বেলা ১১টায় হাওরের পানি থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে বলে খরব পাওয়া গেছে। 

মৃত কিশোরীরা হলো জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাঁদনী বেগম (১৬) ও একই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ছাবিনা বেগম (১৭)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া এলাকার আত্মীয়র বাড়ি থেকে একটি ছোট ইঞ্জিনের নৌকাযোগে কিশোরী চাঁদনী বেগম ও ছাবিনা বেগম তাদের বাবা ও ভাইদের নিয়ে নিজেদের বসতবাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার মির্জাকান্দা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

রাত অনুমান সাড়ে ৯টার সময় শাল্লার উপজেলার ভেড়ামোহনা হাওরে এসে পৌঁছার পর হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে ইঞ্জিনের নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা দুই কিশোরীসহ সবাই চিৎকার শুরু করলে এলাকার লোকজন আরও নৌকা নিয়ে ছুটে এসে আপন মিয়া (২৬), সালমা বেগম (৮), সোহাগ মিয়া (১৮) ও লিটন মিয়াকে (২০) আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু কিশোরী চাঁদনী বেগম ও ছাবিনা বেগমকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। তারা দুজন হাওরে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীয় প্রায় ঘণ্টাব্যাপী হাওরের পানিতে খোঁজাখুঁজি করে বেলা ১১টার দিকে চাঁদনী এবং ছাবিনার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, হাওরের পানি থেকে উদ্ধারকৃত ২ কিশোরীর মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন স্যারের নির্দেশে দুপুরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!